ইউরোলজি বিশেষজ্ঞ হলেন সেই চিকিৎসক যিনি মানবদেহের মূত্রতন্ত্র এবং পুরুষ প্রজননতন্ত্রের রোগের চিকিৎসা ও সার্জারি নিয়ে কাজ করেন। মূত্রতন্ত্রের মধ্যে কিডনি, ইউরেটার, ব্লাডার (মূত্রথলি) এবং ইউরেথ্রা অন্তর্ভুক্ত। আর পুরুষ প্রজননতন্ত্রের মধ্যে থাকে প্রোস্টেট গ্রন্থি, টেস্টিস এবং পেনিস। এই অঙ্গগুলোর কোনো জটিলতা বা রোগ দেখা দিলে ইউরোলজি ডাক্তাররা সঠিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করেন।