Tìm kiếm
কার্ডিওলজি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার হৃদরোগ ও রক্তনালীর সমস্যার চিকিৎসায় পারদর্শী। তিনি হার্ট অ্যাটাক, হাইপারটেনশন, ব্লকেজ, হার্টবিটের অসংগতি ইত্যাদি রোগ নির্ণয় ও চিকিৎসা করেন। ঔষধভিত্তিক চিকিৎসা, জীবনযাত্রার পরিবর্তন এবং প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে রোগীকে সুস্থ রাখেন। জটিল ক্ষেত্রে সার্জারি বা উন্নত চিকিৎসার জন্য রোগীকে সঠিক নির্দেশনা দেন।